মুখোমুখি সংঘর্ষে পাখিভ্যান চালক নিহত

0
10

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ডিঙ্গেদহ বাজারে ট্রাক-পাখিভ্যানের

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদাহ বাজারে ট্রাকের সাথে পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে কবির বিশ্বাস (৪২) নামের এক পাখিভ্যান চালক নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা পাখিভ্যান চালককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত পাখিভ্যান চালক কবির বিশ্বাস চুয়াডাঙ্গায় সদর উপজেলার হাজরাহাটি গ্রামের মৃত রেজাউল বিশ্বাসের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ডিঙ্গেদহ বাজারে একটি ট্রাক ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপালে ভর্তি করে। দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে ডিঙ্গেদহ বাজারে একটি পাখিভ্যানের সাথে ট্রাকের সংঘর্ষ হয়। দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরহেদ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত শেষে আইনাগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান এই কর্মকর্তা।
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: