মুজিবনগরকে স্বাধীনতার তীর্থভূমি হিসেবে গড়ে তোলা হবে
নিউজ ডেস্ক:মুজিবনগরকে একটি অত্যাধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষে ৫শ’ কোটি টাকা নয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। যার মাধ্যমে মুজিবনগরকে স্বধীনতার তীর্থভূমি হিসেবে গড়ে তোলা হবে। যেখানে দর্শনার্থীরা এসে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
তিনি আরও বলেন, বিদেশী পর্যটকরা এসে যাতে মুজিবনগর আ¤্রকাননের অপার সৌন্দর্য উপভোগ করতে পারে এবং মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে ও বুঝতে পারে সে লক্ষে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে সব ধরণের অবকাঠামো নির্মাণ করা হবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স পরিদর্শনকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আরিফ উর রহমান, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী সাহাদত হোসেন, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে মুজিবনগর কমপ্লেক্স এলাকায় উন্নয়ন পরিকল্পনা করার লক্ষে পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আতাউল হাকিম লাল মিয়া, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল উপস্থিত ছিলেন।
মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শনের শুরুতে মন্ত্রীদ্বয় মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন এবং পরে মন্ত্রীদ্বয় মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন।