নিউজ ডেস্ক:
কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির গুলিতে নুরুল আমিন (২৬) নামের এক বাংলাদেশি জেলের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন।
সোমবার ভোরে নাফ নদীতে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি মো. আবদুল মজিদ।নিহত নুরুল আমি টেকনাফ পৌরসভা এলাকার উত্তর চৌধুরীপাড়া এলাকার কবির আহমদের ছেলে। গুলিতে আহত জেলে একই এলাকার সোনা মিয়ার ছেলে মোরতাজা (২৫)।
বিজিবির বরাত দিয়ে ওসি বলেন, সোমবার ভোরে বাংলাদেশি জেলেরা নাফ নদীতে মাছ ধরছিল। এরই এক পর্যায়ে সীমান্ত রেখা অতিক্রম করে তারা মিয়ানমারে ঢুকে পড়লে সেদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি গুলি ছোড়ে। পরে তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।
টেকনাফ মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মুফিজুল ইসলাম বলেন, নিহত জেলেকে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আহত অপর জেলের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।