মিথ্যা অপবাদে সইতে না পেরে রাব্বির আত্মহত্যা!

0
7

মেহেরপুর গাংনীতে সিগারেট চুরির অভিযোগে স্কুলছাত্রকে মারধর ও জরিমানা

খারাপ লেগেছে; জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে -ওসি হরেন্দ্রনাথ সরকার
নিউজ ডেস্ক:মেহেরপুরের গাংনীতে সিগারেট চুরির অভিযোগ তুলে দুই স্কুলছাত্রকে বেধড়ক মারপিট ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনার পর চুরির মিথ্যা অপবাদ সইতে না পেরে রাব্বি হাসান নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার সকালে গাংনী উপজেলার কড়–ইগাছি গ্রামে এ ঘটনা ঘটে। রাব্বি হাসান কড়ুইগাছি গ্রামের চেনিরুদ্দিনের ছেলে ও কেএবি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
জানা যায়, মঙ্গলবার সকালে রাব্বি হাসান ও তার সহপাঠী জনি কছিমুদ্দিনের দোকানে কিছু জিনিস ক্রয় করতে যায়। এ সময় দোকানের ভিতর থাকা দোকান মালিক কছিমুদ্দিন শুয়েছিলেন। তাদের দু’জনের উপস্থিতি দেখে দোকান মালিক কছিমুদ্দিন চুরির অভিযোগে তাদের ধরে গামছা দিয়ে বেঁধে রাখে। পরে স্থানীয় নেতা ও সাবেক প্রতিনিধিরা ওই শিক্ষার্থীদের অভিভাবককে ডেকে তাদের ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়। এদিকে, নিহতের পরিবারের দাবি, তাদের ছেলেকে মারধর করা হয়েছিল।
রাব্বির পরিবার আরও জানায়, সাবেক মেম্বর আব্দুল হান্নান হনা, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা হাসান রাজা সেন্টু ও রাইপুর গ্রামের নকিমদ্দিন মোল্লার ছেলে হুদা অন্যায়ভাবে সালিশ করে তাদের সন্তানের নামে চোরের অপবাদ দিয়ে মারধর করেছে এবং জরিমানাও করেছে। যে কারণে সে মিথ্যা অপবাদ সইতে না পেরে গলাই দঁড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে গাংনী থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্র জানায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার পিপিএম জানান, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। বিষয়টি শুনে খারাপ লাগে, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।