নিউজ ডেস্ক:
প্রাক্তন এসপি মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রমের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে দায়ের করা মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এই মামলা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
গত বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান। আগামী চার সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আইনজীবী ইশরাত হাসান বলেন, গত ২ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উপ-কর কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রাক্তন এসপি মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রমের বিরুদ্ধে পৌর কর ফাঁকির অভিযোগে মামলা দায়ের করেন।
ঢাকার বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম ৪ লাখ ৫৭ হাজার টাকা পৌর কর ফাঁকি দিয়েছেন।
গতকাল এ মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি।
বৃহস্পতিবার সেই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেন।