নিউজ ডেস্ক:
আফ্রিকার দেশ মালির একটি গ্রামে সংখ্যালঘু মিলিশিয়া বাহিনীর সশস্ত্র হামলায় কমপক্ষে ১৩৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তঃসত্ত্বা নারী, শিশু ও বৃদ্ধও রয়েছেন।গতকাল শনিবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে ওগোসাগো ও ওয়েলিংগারা গ্রামে এই হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় ফুলানি জাতিগোষ্ঠীকে কেন্দ্র করে এ হামলা চালানো হয় বলে জানা যায়।মার্কিন বার্তা সংস্থা থমসন রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।স্থানীয় এক মেয়র রয়টার্সকে হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সাম্প্রতিক সময়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও জিহাদিদের মধ্যকার সহিংসতার মধ্যে গতকালের হামলা ছিলো সবচেয়ে ভয়াবহ।তিনি আরও জানান, ঐতিহ্যবাহী ডোনজুদের ছদ্মবেশে বন্দুকধারীরা এ হামলা চালায়। হামলায় ওগোসাগো গ্রামের ফুলানি জাতিগোষ্ঠীর প্রধান ও তার পরিবারের সদস্যরাও নিহত হন।ফুলানিরা অভিযোগ করছেন, তাদের হামলা করার জন্য মালির সামরিক বাহিনী হামলাকারীদের অস্ত্র সরবরাহ করেছে।গত বছরেও ডগন শিকারি ও ফুলানিদের মধ্যে সংঘর্ষে শতাধিক নিহতের ঘটনা ঘটে।