নিউজ ডেস্ক:মাথাভাঙ্গা নদীকে বাঁচানোর দাবিতে চুয়াডাঙ্গা সরকারি কলেজে দিনব্যাপী ছাত্র-শিক্ষক-কর্মচারী ও অভিভাবকদের স্বাক্ষর-সংগ্রহ কর্মসূচি পালিত হয়েছে। সারা দিনের এ স্বাক্ষর-সংগ্রহ অভিযানে কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের ইতিবাচক সাড়া পরিলক্ষিত হয়। গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান এ কর্মসূচির উদ্বোধন করেন। মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের এ কর্মসূচিতে কলেজের সব পর্যায়ের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করেন। গণস্বাক্ষর-সংগ্রহ অভিযানের এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, সংগঠনের অন্যতম সদস্য হাবিবি জহির রায়হান, মাহফুজুর রহমান মুকুল, ছাত্র প্রতিনিধি সজীব, মোর্ত্তজা প্রমুখ। স্বাক্ষর প্রদানকালে উপস্থিত সবাই এ উদ্যোগকে স্বাগত জানান এবং এ উদ্যোগের সঙ্গে থাকার আকাক্সক্ষা ব্যক্ত করেন।