নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাছের ড্রাম তল্লাশি করে ২৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর পৌনে ছয়টার দিকে সদর উপজেলার হিজলগাড়ী ফাঁড়ি পুলিশ এ অভিযান পরিচালনা করে। আটক হওয়া ব্যক্তিরা হলেন দামুড়হুদা উপজেলার মদনা পশ্চিমপাড়ার মকছেদ আলির ছেলে হাসান ও পারকৃষ্ণপুরের ঝড় হালদারের ছেলে রাম প্রসাদ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে দামুড়হুদার দর্শনা থেকে হিজলগাড়ি পথে আলমসাধুযোগে ফেনসিডিল নিয়ে আসছে মাদক ব্যবসায়ীরা। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানের নেতৃত্বে হিজলগাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন ফোর্স নিয়ে চেকপোস্ট বসিয়ে চেকিং করেন। এ সময় একটি আলমসাধুকে থামার সংকেত দিলে হাসান ও রাম প্রসাদ পালানোর চেষ্টা করেন। পালানোর সময় তাঁদের আটক করে পুলিশ। আটকের পর তাঁদের আলমসাধুতে মাছের ড্রামের মধ্যে বহন করা ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ফেনসিডিলের আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা।
এ ব্যাপারে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, আসামিদের সদর থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ‘যেকোনো মূল্যে মাদককে গুডবাই বলতে হবে। মাদকের কারণে শুধু পরিবার নয়, সমাজ তথা রাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে পরিস্থিতিই আসুক না কেন, তা মোকাবিলা করে মাদক নির্মূল করা হবে। যারা মাদকের সঙ্গে জড়িত, আমরা তাদের এ অন্ধকার পথ পরিহার করে আলোর পথে আনতে চাই। আমরা সমাজে ভালো সেজে থাকতে চাই না। প্রকৃত অর্থেই ভালো হতে চাই।’