নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য চাষে জড়িত ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা সূচক পদক তুলে দিয়েছেন। আজ বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে তিনি এ পদক তুলে দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মাটি সোনার মাটি। চাইলে এখানে যে কোনো কিছু উৎপাদন সম্ভব। এসময় তিনি হাওয়াঞ্চলে মাছ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণের পাশাপাশি সংরক্ষণের ওপর গুরুত্ব দেয়ার কথা বলেন। এ জন্য তিনি মাছ উৎপাদন হয় এমন এলাকাগুলোতে টেস্টিং ল্যাব গড়ে তোলারও পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী বলেন, নেত্রকোণা, কিশোরগঞ্জ, সিলেটসহ হাওর অঞ্চলগুলোতে টেস্টিং ল্যাব গড়ে তুলতে হবে। এছাড়া রাজশাহী ও উত্তরবঙ্গেও প্রচুর বিল এলাকা আছে। সেখানেও মাছের চাষ বাড়াতে টেস্টিং ল্যাব গড়ে তুলতে হবে।