নিউজ ডেস্ক:ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের দায়ে ছয়জনকে আটক করেছে বিজিবি। গতকাল রোববার সকালে উপজেলার সস্তা বাজার থেকে তাঁদের আটক করা হয়। এ নিয়ে প্রায় ৩১১ জনকে আটক করা হলো। খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান, ভারত থেকে অবৈধভাবে কয়েকজন নারী-পুরুষ প্রবেশ করেছে, এমন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালানো হয়। এ সময় সস্তা বাজার থেকে তিনজন পুরুষ, একজন নারী ও দুজন শিশুকে আটক করা হয়। বিজিবির জিজ্ঞাসাবাদে তাঁরা দাবি করেন, তাঁরা কাজের সন্ধানে অবৈধভাবে ভারত গিয়েছিলেন। আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এ নিয়ে মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর নভেম্বর মাসে ২৬০ জন ও ডিসেম্বর মাসের এ পর্যন্ত ৬১ জনকে আটক করল বিজিবি।