নিউজ ডেস্ক:ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার সাখরখাল এলাকা থেকে অবৈধভাবে পারাপারের সময় চার নারীকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮) বিজিবি। গতকাল বুধবার সকালে ওই এলাকা থেকে তাঁদের আটক করা হয়। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অতিরিক্ত পরিচালক (উপঅধিনায়ক) কামরুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার সকালে মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার সাখরখাল নামক এলাকায় অবৈধভাবে পারাপার হওয়া চার নারী অবস্থান করছিলেন। সে সময় তাঁদেরকে আটক করা হয়। তিনি আরও জানান, আটক হওয়া নারীরা বাংলাদেশের নাগরিক। ৭-৮ মাস পূর্বে কাজের জন্য তাঁরা ভারতে গমন করেছিলেন। তাঁদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩-এর ১১ (১) (গ) ধারায় জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।