মহেশপুর দিনমজুরকে পিটিয়ে হত্যা

0
9

নিউজ ডেস্ক:ঝিনাইদহের মহেশপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার আলমগীর হোসেন (৩৫) নামে এক দিনমুজুরকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা। খাস জমিতে ধানের বিচুলি পালা দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন ওই গ্রামের আমির হোসেনের ছেলে।
গ্রামবাসি সূত্রে বলা হয়েছে, নিহত আলমগীরের বাড়ীর পাশে কয়েক শতাংশ খাস জমি আছে। সেই জমিতে বড়ভাই জাহাঙ্গীর হোসেন প্রতিবেশী আব্দুল মজিদের ভাগ্নে ইমরানের ঘরের সাথে লাগোয়া জমিতে বিচুলি পালা দিচ্ছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারিও হয়। এক পর্যায়ে মকছেদ আলীর ছেলে মজিদের নেতৃত্বে তার ভাই আব্দুল আজিজ, ভাগ্নে সাহেব আলী, আবুল কাশেমের ছেলে ইমরান, আজিজের ছেলে রানা ও শুকুর আলীর ছেলে রাসেদ লাঠিসোটা নিয়ে আলমগীর ও জাহাঙ্গীরের উপর হামলা করে। হামলায় আলমগীর ঘটনাস্থলেই নিহত হন। হতদরিদ্রদের দখলে থাকা খাস জমিটি আব্দুল মজিদ দখল করতে বিভিন্ন সময় ফন্দি ফিকির করে আসছিলো বলে অভিযোগ।
এ বিষয়ে কোটচাঁদপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দিন বৃহস্পতিবার দুপুরে জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, দিনমজুরকে হত্যার অভিযোগে আব্দুল মজিদ ও তার ভাগ্নে সাহেব আলীকে পুলিশ গ্রেফতার করেছে করেছে। মহেশপুর থানার ওসি মো. রাশেদুল আলম জানান, বিচালীর গাদা দেয়ার মতো তুচ্ছ ঘটনা নিয়ে দিনমুজুর আলমগীরকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা। তিনি বলেন, এ ব্যাপারে মহেশপুর থানায় হত্যা মামলার পক্রিয়া চলছে।