নিউজ ডেস্ক:ঝিনাইদহের খালিশপুর-৫৮ বিজিবির অধীনস্থ পলিয়ানপুর বিওপির টহলদল সাড়ে ২৯ লাখ টাকা মূল্যের ২১৬টি সোনার তৈরি আঙটি উদ্ধার করেছে। খালিশপুর-৫৮ বিজিবি অধিনায়কের পক্ষে অতিরিক্ত পরিচালক (উপঅধিনায়ক) কামরুল হাসান ই-মেইল বার্তায় গতকাল মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান।
ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়, চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে মহেশপুর উপজেলার সীমান্ত পিলার ৬০/২৭-আর হতে আনুমানিক ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাতলার আইট গ্রামে বিজিবির সদস্যরা টহল দিচ্ছিলেন। এ সময় ভারত থেকে বাংলাদেশে আসার সময় একজন চোরাকারবারীকে ধাওয়া করে বিজিবি। বিজিবর ধাওয়া খেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় চোরাকারবারী। ব্যাগটি তল্লাশি করে ২১৬টি সোনার তৈরি আঙটি পাওয়া যায়, যার ওজন ৬১২.২২ গ্রাম। উদ্ধার হওয়া ভারতীয় সোনার আঙটির আনুমানিক বাজার মূল্য ২৯ লাখ ৪৩ হাজার ৫৫০ টাকা। উদ্ধার হওয়া সোনার আঙটি গতকাল মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।
এদিকে, ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবির অভিযানে ১৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মেদিনীপুর গ্রামের আমবাগান থেকে মালিকবিহীন অবস্থায় ১৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করে।