মহেশপুরে মাদকাসক্ত ছেলের কান্ড! মা ও নানিকে কুপিয়ে হত্যা!

0
8

নিউজ ডেস্ক:ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার নওদাগ্রামে গতকাল শুক্রবার ভোরে মা মর্জিনা খাতুন (৫২) ও নানি শামছুন্নাহারকে (৭০) কুপিয়ে হত্যা করেছে ইমরান (২৬) নামে এক মাদকাসক্ত যুবক। ইমরান হচ্ছে ঝিনাইদহের স্টেডিয়ামপাড়ার এনায়েতের ছেলে। নেশার টাকা না দেওযায় ধারালো অস্ত্রের আঘাতে মা ও নানিকে কুপিয়ে হত্যা করা হয় বলে প্রতিবেশিরা অভিযোগ করেন।
নিহতরা হলেন, নওদাগ্রামে মৃত নুর মোহাম্মদের স্ত্রী শামসুন্নাহার (৭০) ও তার মেয়ে মহেশপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা মর্জিনা খাতুন (৫২)। ঘাতক ইমরান ছোট থাকতে তার মা’কে তালাক দেয় তার পিতা এনায়েত।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, ইমরান তার মায়ের কাছে কিছু টাকা চায়। টাকা না দিলে ক্ষিপ্ত হয়ে মা ও নানিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে। তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে শুক্রবার ভোরে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওসির ভাষ্যমতে নেশার কারণে ইমরান মানসিক বিকারগ্রস্থ হয়ে পড়লে একবার তাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখান থেকে সে পালিয়ে চলে আসে।
এলাকার পৌর কাউন্সিলর রুহুল আমিন মিন্টু অভিযোগ করেন, ইমরান মাদকাসক্ত ছিল। নেশার টাকা জোগাড় করতে প্রায়ই মা’কে মারধর করতো। শুক্রবার রাতেও তার মায়ের কাছে নেশার জন্য টাকা চেয়েছিল। টাকা না দেওয়ায় এ ঘটনাটি ঘটিয়েছে ইমরান। ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামানসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তারা শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।