মহেশপুরে প্রতারক জ্বিনের বাদশাদের আটক

0
34

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
এলাকার সহজ সরল মানুষদের বিভিন্ন স্থানে চাকুরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়া এবং গুপ্তধনের সন্ধান দেওয়ার কথা বলে দীর্ঘ দিন ধরে এলাকায় প্রতারনা করে আসা জিনের বাদশা নামে খ্যাত মোস্তফা কামালকে পুলিশ আটক করেছে। এ সময় তার দু’সহযোগিও ধরা পড়ে। মঙ্গলবার ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ কুশাডাঙ্গা এলাকা থেকে বাদশা নামে খ্যাত মোস্তফা কামাল (৪৫), ভাই মফিজ উদ্দীন (৫৫) ও সহযোগি একই এলাকার জুলফিকার আলীকে (৪৫) আটক করে। পরে আটককৃতদেরকে ঝিনাইদহ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান মহেশপুর থানার কর্মকর্তা ইনর্চাজ (ওসি) সাইফুল ইসলাম। প্রতারক জ্বিনের বাদশা খ্যাতদের গ্রেফতার করার পরে এলাকায় স্বস্তি ফিরে এসছে বলে স্থানীয়রা জানায়। গত ১৯ জুলাই সকালে কুশাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্তরে এলাকার হাজারো নারী-পুরুষ প্রতারক জিনের বাদশা নামে খ্যাত মোস্তফা কামালের শাস্তি ও আটকের দাবিতে জুতা এবং ঝাড়ু মিছিলসহ মানববন্ধন করেছিল।