প্রতিনিধি ঝিনাইদহঃ ঝিনাইদহের খালিশপুর ৫৮ বিজিবি’র অভিযানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত প্রায় কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের খালিশপুরে বিজিবির ৫৮ ব্যাটালিয়ানের হেড কোয়াটারে এ সব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে ৫ হাজার ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৪ হাজার ১’৩৭ বোতল ভারতীয় মদ ও ১৭ কেজি ৬’শ গ্রাম গাজা। যার আনুমানিক মুল্যে প্রায় ৮২ লাখ ৯১ হাজার টাকা।
এ সময় ছিলেন বিজিবি’র দক্ষিন-পশ্চিমাঞ্চলের রিজিওনাল কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম, উপ-মহাপরিচালক সেক্টার কমান্ডার কুষ্টিায়ার কর্নেল আবু সঈদ মসউদ পিএসসি, ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেন, দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তর যশোরের লেঃকর্ণেল আহমেদ জুনাইদ আলম খান, ৫৮ বিজিবির পরিচালক লেঃকর্ণেল জিল্লুর রহমান, ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোঃ জসীম উদ্দীন,অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম, সহকারী কশিশনার (ভূমি) তাসলিমা আক্তার, মহেশপুর থানা অফিসার ইনচার্জ আহম্মেদ কবীর, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানসহ বিজিবি’র উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।