নিউজ ডেস্ক:
র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র এএসপি মো. মিনতানূর রহমান জানান, মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় বেশ কয়েকটি অস্ত্র তৈরির কারখানা থাকার খবরে র্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। সন্ধ্যা থেকে শুরু হওয়া এ অভিযানের এক পর্যায়ে রাত ১১টার দিকে হোয়ানক ও কালারমারছড়া ইউনিয়নের মাঝামাঝি এলাকার পাহাড়ে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। র্যাবের অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করা হয়। এ সময় আরও কয়েকজন পালিয়ে যায়।আটকদের নিয়ে আরও কারখানার সন্ধানে মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় র্যাব সদস্যরা অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।