মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করায় চুয়াডাঙ্গায় বিক্ষোভ

0
36

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের উদ্যোগে ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটার চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরের মুক্তমঞ্চে মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুফতি আযিযুল্লাহ ও মাওলানা হাফিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, জেলা উলামা পরিষদের সাবেক সভাপতি মুফতি জুনায়েদ আল-হাবিবী, সাবেক সাধারণ সাধারণ সম্পাদক মুফতি মুস্তাফা কামাল কাসেমী, সদস্য মাওলানা হারুনুর রশিদ, মুফতি আলী আকবর, মাওলানা আব্দুল আওয়ালসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সমাবেশে মুহাম্মদ (সা.)-এর জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তাগণ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফ্রান্সকে হুশিয়ারি দেন। এসময় বক্তরা বাংলাদেশ সরকারের কাছে বেশকিছু দাবি জানান। দাবিগুলো হলো- (ক) রাষ্ট্রীয়ভাবে ফ্রান্স সরকারের এই কার্যক্রমের নিন্দা জ্ঞাপন করতে হবে। (খ) ফ্রান্সের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। (গ) বাংলাদেশ থেকে ফ্রান্স দূতাবাসের যাবতীয় কার্যক্রম বন্ধ করতে হবে। (ঘ) ফ্রান্সের সমস্ত পণ্য সামগ্রী ক্রয় বন্ধ করতে হবে। সমাবেশ শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রনের কুশপুত্তলিকা দাহ করা হয়।

অপরদিকে, ‘যদি রাসুল (সা.)-এর উম্মত হয়ে থাকি তাহলে আসুন এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করি এবং ফ্রান্সের সকল পণ্য বয়কট করি’ এই স্লোগানে গতকাল বুধবার বেলা ১১টার দিকে সরোজগঞ্জে বিভিন্ন সংগঠনের উদ্যোগে সরোজগঞ্জ বাজারের স্কুলমাঠ থেকে তেলপাম্প পর্যন্ত বিশাল র‌্যালি বের ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননা করায় ফ্রান্সের সকল পণ্য বয়কটের ঘোষণাসহ তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এসময়ে র‌্যালিতে অংশ নেন, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান হাসানুজ্জামান মানিক, কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, নবগঠিত গড়াইটুপি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম (রাজু মাস্টার)। এছাড়াও প্রতিবাদ সমাবেশে কয়েক শত মুসলিম প্রিয় মানুষ অংশগ্রহণ করেন।