নিউজ ডেস্ক:
বহুল কথিত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ইরাকের মসুল শহরের একটি ঐতিহাসিক মসজিদ ধ্বংস করেছে বলে জানিয়েছে ইরাকি বাহিনী।
হেলানো মিনারের জন্য বিখ্যাত মসজিদটির নাম আল-নুরি, ১১৭২-৭৩ খ্রিস্টাব্দের দিকে মসজিদটি নুর উদ্দিন নামে একজন শাসক কর্তৃক নির্মিত হয়। এর মিনারের উচ্চতা ছিল প্রায় ১৪৮ ফুট বা ৪৫ মিটারে। প্রাচীন এ মসজিদটির ঐতিহাসিক গুরুত্বও অত্যধিক। কথিত আছে আইএস নেতা আবু বকর আল বাগদাদি ২০১৪ সালে এই মসজিদে বসেই তার খেলাফত ঘোষণা করেছিল।
প্রাচীন এ মসজিদটি গুঁড়িয়ে দেওয়ার জন্য ইরাকি বাহিনীর পক্ষ থেকে আইএসকে দায়ী করা হলেও জঙ্গিগোষ্ঠীটির সংবাদমাধ্যম বলছে ভিন্ন কথা। আইএসের আমাক নিউজ এজেন্সি বলছে, মার্কিন বিমান হামলায় মসজিদটি বিধ্বস্ত হয়েছে।
মসুল পুনরুদ্ধার অভিযানের দায়িত্বে থাকা এক ইরাকি কমান্ডার বলেন, তাঁর সেনারা মসজিদটির প্রায় ৫০ মিটারের মধ্যে চলে গিয়েছিলেন। এ সময় আইএস আরেকটি কুখ্যাত অপরাধ করে। তারা মসজিদটি গুঁড়িয়ে দেয়।
ইরাকে দায়িত্বরত যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কমান্ডার বলেছেন, মসুল তথা ইরাকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সম্পদ ধ্বংস করেছে আইএস।
সূত্র: বিবিসি ও উইকিপিডিয়া