যুদ্ধবিরতির আলোচনা চলাকালীন সময়ে মধ্য ও দক্ষিণ গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে রবিবার (১৮ আগস্ট) এই তথ্য দিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।
সেনাবাহিনী বলছে, দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস এবং মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ শহরের উপকণ্ঠে ইসরায়েলি সেনারা আরও গভীরে অভিযান করে চলেছে।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, সৈন্যরা রাফাহ এলাকায় মাটির ওপরে ও নিচে অভিযান চালিয়ে যাচ্ছে।
অভিযান চালানোর সময় তারা বেশ কয়েকজন যোদ্ধাকে হত্যা করেছে এবং অবকাঠামোতে হামলা করেছে। এছাড়াও অভিযান চলাকালে একটি মেশিনগান, গ্রেনেড এবং অন্যান্য সামরিক সরঞ্জাম খুঁজে পেয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে তারা। সূত্র: আল জাজিরা