ভ্রাম্যমাণ আদালতে ৩ দোকানির জরিমানা

0
9

নিউজ ডেস্ক:মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর এবং কোমরপুর বাজারে ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে যতারপুর গ্রামের আজগর আলীর ছেলে হাসেম আলীকে দুই হাজার টাকা, কোমরপুর বাজারে আব্দুল কাদেরের ছেলে উজ্জ্বল হোসেনের নিকট পাঁচ হাজার টাকা এবং ইদ্রিস আলীর ছেলে সাজ্জাদের নিকট থেকে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এবং নিরাপমা রায় পৃথকভাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ড্রাগ আইন ১৯৪০ ধারা মোতাবেক তিন ব্যবসায়ীর নিকট থেকে জরিমানা আদায় করা হয়।