কুষ্টিয়া ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কের ১০ মাইল নামক স্থানে মঙ্গলবার রাত সাড়ে ১১ টার সময় গাছ ফেলে বিআরটিসি বাস, মাইক্রোবাস ও ট্রাকসহ অন্তত ১০ টি গাড়ীতে ডাকাতি সংঘটিত হয়েছে। ড্রাইভার, হেলপার ও যাত্রীসহ অন্তত ১৩ জন আহত হয়েছে। ডাকাতরা প্রায় ২০ লাখ টাকার মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। আহতদেরকে ভেড়ামারা ও কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতক্ষ্যদর্র্শী’র সূত্রে জানা যায়, তামাক কোম্পানীর কর্মকর্তা ও কর্মচারীরা কুষ্টিয়া শহরে মিটিং শেষে মাইক্রোযোগে ভেড়ামারায় ফিরছিলেন। মাইক্রোবাসটি ভেড়ামারার ১০ মাইল নামক পৌছালে ডাকাতরা রোডের উপর গাছ ফেলে রাখে। এসময় রাস্তার ২ ধারে বিআরটিসি বাস, মাইক্রোবাস ও ট্রাকসহ অন্তত ১০ টি গাড়ী আটকা পড়ে থাকে। ডাকাতরা সশস্ত্র অবস্থায় ড্রাইভার, হেলপার ও যাত্রীদের জিম্মিসহ রক্তাক্ত জখম করে ১৩ জন কে। ডাকাতরা প্রায় ২০ লাখ টাকার মালামাল ও নগদ টাকা লুট করে। মাইক্রোবাসের যাত্রী সোহেল (৩৪) অবস্থা আশংকা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এলাকাবাসী’র অভিযোগ এই মহাসড়কে প্রায় দিন ডাকাতি সংঘটিত হয়।