আল-মাহাদী কুষ্টিয়া প্রতিনিধি॥ কুষ্টিয়ার ভেড়ামারাতে জগশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর বিজ্ঞান শাখার (রোল নং-২) মেধাবী ছাত্র ও জগশ্বর ফুলকুঁড়ি শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জুনিয়াদহ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি মোঃ সাজেদুল করিম বিদ্যুৎ মাষ্টারের ছেলে এস.এ নিশাত (১৫) কে নির্মমভাবে হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে এক বিশাল মানববন্ধন করেছে জগশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, নিশাতের সহপাঠী-বন্ধু, প্রিয়জন সহ এলাকাবাসী ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের জগশ্বর গ্রামের ভেড়ামারা-পরানখালী সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল থেকে গ্রামবাসী ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবি সম্মলিত ব্যানার, ফেষ্টুন নিয়ে মিছিল সহকারে সমাবেত হয়। এসময় সড়কের প্রায় ২ কিলোমিটার মানুষ সারিবদ্ধ হয়ে দাড়িয়ে যায়।
প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে মেধাবী স্কুল ছাত্র নিশাত হত্যার তীব্র প্রতিবাদ, খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে বক্তব্য রাখেন, নিশাতের চাচা নলুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ সুমন, নিশাতের মামা জুয়েল, জে.এম.নিম্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক শাহারিয়ার কবির জুয়েল, জগশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন, নিশাতের সহপাঠী সালভী, রনি, রতন, আকিব, আবীর, নিশাতের লাশ পরিবহন কারী গাড়ীর ড্রাইভার মোঃ লালু আহম্মেদ সহ প্রমূখ।
উল্লেখ্য, গত ২২ শে এপ্রিল শনিবার স্কুলে থাকা অবস্থায় টিফিনের পর থেকে নিখোঁজ থাকে নিশাত। পরের দিন রবিবার বিকাল সাড়ে ৩ টার দিকে নিশাতের রক্তাক্ত লাশ স্কুলের পাশের হিসনা নদীতে ভাসতে দেখে এলাকাবাসী। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ২৪ শে এপ্রিল সোমবার জগশ্বর মাধ্যমিক বিদ্যালয়ে নিশাতের জানাযা শেষে পরানখালী কবরস্থানে তাকে দাফন করা হয়।
এলাকাবাসী জানায়, ২২ শে এপ্রিল শনিবার নিশাতকে দুপুরের পরে মওলাহাবাসপুর গ্রামের মাঠপাড়ার মোঃ আব্দুল হান্নানের বাড়ী’র আশেপাশে দেখা গিয়েছিল। উল্লেখ্য মোঃ আব্দুল হান্নান ও মোছাঃ বুলবুলি খাতুন দম্পতি’র কন্যা সন্তান মোছাঃ জান্নাতুল ফেরদৌস বর্ষা’র সাথে নিশাতে’র প্রেমের সম্পর্ক গড়ে ওঠেছিল। বৃহস্পতিবার সকালে মওলাহাবাপুর গ্রামে খোঁজ নিয়ে জানা যায়, মোঃ আব্দুল হান্নান এর পরিবারের সবাই ভোরে বাড়ী ছেড়ে পালিয়েছে।