চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
নিউজ ডেস্ক:‘নিরাপদ মান সম্মত পণ্য’ প্রতিপাদ্যে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার চুয়াডাঙ্গাসহ জেলার আলমডাঙ্গা, দামুড়হুদা, জীবননগরসহ মেহেরপুরের মুজিবনগর ও ঝিনাইদহে নানা কর্মসূচি পালিত হয়েছে।
চুয়াডাঙ্গা:
বিশ্ব ভোক্তা অধিকারের এবারের প্রতিপাদ্য বিষয় ‘নিরাপদ মান সম্মত পণ্য’ এই শ্লোগানকে ধারণ করে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ চুয়াডাঙ্গার আয়োজনে চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে এসে শেষ হয়। র্যালিটির নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খাঁনের সভাপতিত্ব ও ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সজল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খোন্দকার ফরহাদ আহমদ। তিনি বলেন, ‘আমরা যারা পণ্য বিক্রেতা তাদের মানসিক অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। প্রশাসন অভিযান পরিচালনা করে জরিমানা করলে সংশ্লিষ্ট পেশার সাথে যারা জড়িত তারা মানববন্ধন করে। এটা নি¤œ মানসিকতার পরিচয়। আপনারা সহযোগিতা না করলে ভেজাল পণ্য বর্জন করা সম্ভব হবে না।’ তাই, ভেজাল পণ্য বর্জনে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মনিরা পারভীন, ইন্সপেক্টর তোজাম্মেল হক। আরও বক্তব্য রাখেন জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার (ইবু), চেম্বার পরিচালক এ নাসির জোয়ার্দ্দার, ক্যাবের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, মৎস্য সমিতির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক সাহিদ হাসান ফিরোজ, সাংবাদিকদের মধ্যে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহসম্পাদক বিপুল আশরাফ, এসএম শাফায়েতসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, পেঁপে, কলা ও আলু ছাড়া আমরা নিয়মিত সবপণ্যে ভেজাল খাচ্ছি। এ থেকে পরিত্রাণ পেতে এখনি সচেতন হতে হবে, ভেজালের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
আলোচনা সভা শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সম্মানি ও ক্রেস্ট প্রদান করা হয়। বিজয়ীরা হলেন- চুয়াডাঙ্গা ভি. জে সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র তাহসিন আবরার (১ম স্থান), একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আলিফ হাসান (২য় স্থান) ও দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র আসিফ ইকবাল সৌরভ (৩য় স্থান)।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। গতকাল আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে সকাল ১০টার দিকে ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এক র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আফাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন। বিশেষ অতিথি ছিলেন বণিক সমিতির সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মীর শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মহাম্মদ জকু, সরকারি স্কুলের সহকারী প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, শ্যামপুর মাদ্রাসার সুপার, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম। কলেজিয়েট স্কুলের উপাধক্ষ শামিম রেজার উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বণিক সমিতির কোষাধ্যক্ষ আলাউদ্দিন, বেকারি সমিতির সভাপতি আনোয়ার হোসেন, ঔষধ ব্যবসায়ী শহিদুল ইসলাম, বাবলু মিয়া, প্রধান শিক্ষক সাদ আহম্মদ, মুদি সমিতির সাধারণ সম্পাদক মিলন মিয়া প্রমুখ। সভা শেষে ভোক্তা অধিকার দিবসের উপর রচনা প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মোট তিন জনকে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি।
জীবননগর:
জীবননগরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের বটতলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সমবায় অফিসার মতেহার হোসেন, প্রকল্প কর্মকর্তা সামনুর রহমান, সমাজ সেবা অফিসার মাসুদুর রহমান প্রমুখ।
মুজিবনগর:
র্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরনীর মধ্যে দিয়ে মুজিবনগরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তারের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খন্দকারসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উক্ত র্যালিতে অংশ নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তারের সভাপতিত্বে পরিষদ মিলনয়াতনে ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে ভোক্ত অধিকার সম্পকির্ত রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের পুরষ্কার স্বরুপ ক্রেষ্ট প্রদান করা হয়।
ঝিনাইদহ:
‘নিরাপদ মানসম্মত পণ্য’ এই ম্লোগানকে প্রতিপাদ্য করে ঝিনাইদহে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ ও জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল বক্তব্য রাখেন।