ভুয়া চিকিৎসককে ৬০ হাজার টাকা জরিমানা

0
10

দর্শনা হল্ট স্টেশন এলাকার চিকিৎসালয়ে মোবাইল কোর্ট পরিচালনা
নিউজ ডেস্ক:দর্শনায় একটি চিকিৎসালয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে শহিদুল নামের এক চিকিৎসকে ৬০ হাজার টাকা জরিমান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে দর্শনা হল্ট স্টেশন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এছাড়া দর্শনায় আরেক ব্যবসা প্রতিষ্ঠান থেকে দেড় হাজার টাকা জরিমানা আদায় করে মোবাইল কোর্ট।
জানা গেছে, মঙ্গলবার বিকাল ৪টার দিকে দর্শনা হল্ট স্টেশন তেঁতুলতলায় এক চিকিৎসালয়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় চিকিৎসালয়ের চিকিৎসক একজন ইউনানী চিকিৎসক হয়ে সকল ধরনের চিকিৎসা প্রদানসহ স্যালাইন পুষ, রোগীর শরীরে ক্ষতিকর ইনজেকশন পুষ, অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা প্রদানসহ বিভিন্ন অপরাধে চিকিৎসক ডা. শহিদুল ইসলামকে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬০ হাজার টাকা জরিমানা করেন। এসময় ওই চিকিৎসক জরিমানার টাকা পরিশোধ করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিব্বির আহম্মেদ। এ অভিযানে চুয়াডাঙ্গা সিভিল সার্জনের পক্ষে ছিলেন সদর হাসপাতালের চিকিৎসক ডা. ওলিয়ার রহমান। এ অভিযানে সহযোগীতায় ছিলেন, চুয়াডাঙ্গা ডিসি কোর্টের পেশকার আব্দুল লতিফ ও পুলিশ ফোর্স।