কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বুধবার বলেছেন, কানাডার সার্বভৌমত্ব লঙ্ঘন করে ভারত ‘ভয়াবহ ভুল’ করেছে।
তিনি তার দেশ সহিংসতা ছড়িয়ে দেয়ার জন্য ভারত সরকারের বিরুদ্ধে অভিযোগ আনেন। কানাডাভিত্তিক শিখ বিচ্ছিন্নতাবাদদের টার্গেট করার জন্য ভারতকে অভিযুক্ত করা নিয়ে দু’দেশের মধ্যে বিবাদের এটি নতুন মাত্রা সৃষ্টি করল।
ট্রুডো বলেন, ‘আগের যেকোনো সময়ের চেয়ে আরো পরিষ্কার ইঙ্গিত রয়েছে’ যে তাদের ভূখণ্ডে শিখ ভিন্ন মতালম্বীদের ওপর টার্গেট করে কানাডার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে ভারত।’
কানাডা ছয় জন ভারতীয় কুটনীতিককে বহিস্কার করার দু দিন পর ট্রুডো এই মন্তব্য করেন। ওই কূটনীতিকদের বিরুদ্ধে কানাডায় একজন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতার হত্যার সঙ্গে জড়িত থাকার এবং ব্যাপক অর্থে সে দেশে ভারতীয় ভিন্ন মতাবলম্বীদের লক্ষ্যবস্তুতে পরিণত করার অভিযোগ রয়েছে।
এক বছর ব্যাপী বিবাদটি দ্বিপাক্ষিক সম্পর্ককে তলানিতে নিয়ে গেছে এবং কানাডার প্রধানম্নত্রীর এই মন্তব্য ছিল এ সময়ের মধ্যে সব চেয়ে কঠোর মন্তব্য।
কানাডার রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ সম্পর্কে নিরপেক্ষ তদন্ত বিষয়ে তিনি বলেন , ‘ভারতীয় সরকার এটা ভেবে মারাত্মক ভুল করেছে যে তারা, যেমনটি আগে করেছিল, কানাডার নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর আগ্রাসীভাবে হস্তক্ষেপ করতে পারবে।’
ট্রুডো বলেন, অটোয়া কানাডার অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও পদক্ষেপ গ্রহণ করবে।
কিন্তু, তিনি বিস্তারিত এ বিষয়ে আর কিছু বলতে অস্বীকৃতি জানান।
ভারত এই অভিযোগ অস্বীকার করেছে এবং পাল্টা ব্যবস্থা হিসেবে দিল্লিতে থাকা কানাডার ছয় জন কুটনীতিককে বহিস্কার করেছে।