নিউজ ডেস্ক:
ভারতের উত্তর প্রদেশে স্কুলশিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১৮ শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। আহতদের মধ্যে ৩৬ জনের অবস্থা আশংকাজনক। খবর এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়ার।
বৃহস্পতিবার ভোরে রাজ্যের ইত্তা জেলার আলীগঞ্জে এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, স্কুল শিক্ষার্থীদের সবার বয়স সাত থেকে ১০ বছরের মধ্যে। তারা স্থানীয় একটি সরকারি জুনিয়র স্কুলের শিক্ষার্থী। মিনি বাসে করে ওই শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছিল। পথে বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।
অবশ্য শীতে বৈরী আবহাওয়ার কারণে জেলা প্রশাসন তিন দিন সব স্কুলে ছুটি ঘোষণা করেছিল। সে নির্দেশনা উপেক্ষা করে আলীগঞ্জের স্কুলটি খোলা রেখেছিল।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দমকলকর্মীরা লাশগুলো বাস থেকে উদ্ধার করে।
দুর্ঘটনার পর আলীগঞ্জের জেলা প্রশাসক, এসএসপিসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন।দুর্ঘটনার পরে এক টুইটবার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক এবং হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।