নিউজ ডেস্ক:আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামে জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের ৩ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় শহিদুল বাদি হয়ে আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছে। জানা গেছে, আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামে আম ও লিচু বাগানের জমি নিয়ে দু’পক্ষের দখল নিয়ে জেলা দায়রা জজ আদালতে মামলা চলছে। গতকাল রোববার ওই জমির মামলার দিন থাকায় লালু ও আইতাল কোর্টে যায়। এদিকে, ওই জমিতে থাকা লিচু ও আম গাছে লালুর স্ত্রী সাবিনা ও আইতালের স্ত্রী নাজিরন নেছা ফল পাড়তে যায়। এ সময় শান্তির দু’ছেলে শহিদুল ও জুয়েল তাদের লিচু পাড়তে নিষেধ করে। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে মহিলাদের উপর হামলা করে ওই দু’জন। তাদের দেহে ফালা দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করা হয়। এ সময় শহিদুল ও ফালার আঘাতে রক্তাক্ত জখম হয়। উভয়পক্ষকে উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শহিদুল বাদি হয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করে।