নিউজ ডেস্ক:
বড় বাজেট মানে সামনে বড় চ্যালেঞ্জ মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত উন্নয়নের অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছতে অনেক কাজ করতে হবে। উন্নয়নের এ মহাসড়কে কাজের অন্ত নেই। বড় বাজেট মানে সামনে বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকবিলা করতে আমরা সক্ষম। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ আয়োজিত আলোচনা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এলজিআরডিমন্ত্রী বলেন, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশের অগ্রযাত্রাকে আরো গতিশীল করতে ২০১৭-১৮ অর্থবছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। অগামী অর্থবছরের বিশাল বাজেটের মাধ্যমে বিশাল উন্নয়ন কর্মযজ্ঞ বাস্তবায়িত হবে। তিনি বলেন, বর্তমান সরকার যে সকল উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করেছে, তার শতকরা ৮০ থেকে ৯০ শতাংশ বাস্তবায়নের গুরুদায়িত্ব প্রকৌশলীদের হাতে। আপনারা নিবেদিতভাবে কাজ করলে জাতি তার সুফল পাবে। বড় বড় সকল প্রকল্প বাস্তবায়নে আপনারা আন্তরিকভাবে কাজ করবেন।
বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ আয়োজিত এ দোয়া-মাহফিল ও ইফতার অনুষ্ঠানে দেশ, জাতি ও সমগ্র ইসলাম উম্মার শান্তি-সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।