নিউজ ডেস্ক:
যদি আপনার গোপনীয় বা ব্যক্তিগত ছবি, ভিডিও, তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুমতি ছাড়া কেউ প্রকাশ করে, তাহলে কী করবেন? সেই পরামর্শ দেয়া হয়েছে বাংলাদেশ পুলিশ এর অফিসিয়াল ফেসবুক পেজে—
প্রথমত ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে পারবেন-
* যে পোস্টের মাধ্যমে আপনার ছবি, ভিডিও বা তথ্য শেয়ার করা হয়েছে সে পোস্টের রিপোর্ট অপশনে ক্লিক করুন। এরপর find support or report post-এর ক্লিক করুন।
* অপশনে থাকা বিভিন্ন ইস্যুর (যেমন- fake news, nudity, violence ইত্যাদি) মধ্য থেকে একটি সিলেক্ট করুন।
* ভুক্তভোগী নিজে কিংবা ফেসবুক বন্ধুরা me/ my friends থেকে উপযুক্ত অপশনটি নির্বাচন করে রিপোর্ট করতে পারবেন।
গোপনীয় বা ব্যক্তিগত কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার মাধ্যমে হয়রানি বা বিড়ম্বনার শিকার হলে কালক্ষেপণ না করে নিকটস্থ থানা পুলিশকে অবহিত করুন। তাছাড়া সিআইডির সাইবার পুলিশ সেন্টারেও অভিযোগ জানাতে পারেন।
এছাড়া নিম্নবর্ণিত যেকোনো মাধ্যমে অভিযোগ পাঠাতে পারেন—
হটলাইন: ০১৭৩০৩৩৬৪৩১
ই-মেইল: [email protected]
ফেসবুক পেজ: https://www.facebook.com/cpccidbdpolice/