নিউজ ডেস্ক:
মৌলভীবাজারের দু’টি জঙ্গি আস্তানার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আসা কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম বলেছেন, আমি এলাকা দুটি রেখি করলাম। বৈরি আবহাওয়ার কারণে এখন পর্যন্ত অভিযান শুরু করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার বেলা ১১টা পর তিনি সাংবাদিকদের আরও বলেন, আমরা নতুন করে অভিযানের পরিকল্পনা করছি। আশা করছি শিগগিরই অভিযান শুরু হবে। দুটি স্থানে কতজন জঙ্গি আছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনুমানের উপর কত জন আছে তা বলা যাচ্ছে না।
এদিকে ভোর থেকে থেমে থেমে বৃষ্টির কারণে পুরোদমে নাসিরপুরে অভিযান শুরু করতে না পারলেও সকাল ১১টা ২০ মিনিট থেকে গতরাতের অভিযান স্থগিতের পর দ্বিতীয় দফায় অভিযান শুরু হয়েছে বলে একটি নির্ভর যোগ্য সূত্রে জানা যায়।