শার্শা (যশোর) প্রতিনিধি: ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট থেকে ১৭ পিস স্বর্ণের বারসহ ৩ ভারতীয় পাসপোর্টযাত্রীকে আটক করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।
সোমবার সকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-ভারতের ২৪ পরগণা জেলার গৌরিশেল এলাকার ধিরেন্দ্র নাথের ছেলে দিমান সরকার (৪০), ভারতের উত্তর প্রদেশের মাদিয়া এলাকার বিরেন্দ্র সিংহের ছেলে নিতাই সেন (৩২) ও ২৪ পরগণা জেলার মালপাড়া এলাকার বিরবুলাল সাহার ছেলে মাহেশ লাল সাহা (৩৫)। তাদের পাসপোর্ট নং যথাক্রমে, জেড- ৩৬৮১০১৫, জেড ৩৯৯৬২৩৩, জেড- ৩৬৮১০১৮।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুস সাদেক জানান, গোপন খবরে জানতে পেরে, ওই তিন ভারতীয় বেনাপোল কাস্টমস চেকপোস্ট থেকে বের হওয়ার পথে তাদের আটক করা হয়। পরে তাদের পরনের প্যান্টের নিচের অংশে সেলাই খুলে তার মধ্যে ১৭ পিস স্বর্ণের বার পাওয়া যায়।
তিনি আর বলেন, আটক আটক ব্যক্তিরা
আন্তর্জাতিক রুটের পেশাধারী স্বর্ণ চোরাচালানী। তারা একাধিকবার পোসপোর্টযোগে স্বর্ণ পাচারের ক্ষেত্রে বাইরের দেশে যাতায়াত করেছে। তাদের জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।