এবিএস রনি,শার্শা (যশোর) প্রতিনিধি :
মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এবার ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত থেকে ২৪ পিস সোনার বারসহ আব্দুর রাজ্জাক (৪৭)নামে এক গ্রাম্য ডাক্তারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সদস্যরা।
মঙ্গলবার( ২৭ ই মার্চ)বিকালের দিকে বেনাপোল সীমান্তের পুটখালী বাজার এলাকা থেকে তাকে আটক করে বিজিবি।
আটক রাজ্জাক বেনাপোলের পুটখালী গ্রামের আতাল সর্দ্দারের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সীমান্ত পথে সোনার একটি বড় চালান ভারতে পাচার হচ্ছে। এমন সংবাদে বিজিবি সেখানে অভিযান চালিয়ে এক পাচারকারীকে আটক করে।পরে তার দেহ তল্লাশী করে বিশেষ কায়দায় লুকিয়ে থাকাশী ২৪ পিস সোনারবার পাওয়া যায়।যার ওজন ২’ কেজি ৪’শ গ্রাম।আটক পাচারকারী পুটখালী গ্রামের একজন গ্রাম্য ডাক্তার বলে জানা যায়।
২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার ওমর ফারুক আটককের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক সোনারবারসহ আটককৃত গ্রাম্য ডাক্তার রাজ্জাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।