মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি ॥ “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্যে বেগম রোকেয়া দিবস উদ্যাপন উপলক্ষে মেহেরপুর র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০টার সময় মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। জেলা প্রশাসক আতাউল গনির নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ.কে এম শফিউল আযমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আতাউল গনি। সভায় বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা: বিকাশ কুমার দাস, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুক্তার হোসেন দেওয়ান, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরা, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আশকার আলী, কম্পিউটার প্রশিক্ষক জেসমিন খাতুন, রেজবিনা খাতুন প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ট্রেড প্রশিক্ষক দানিয়েল হোসেন ও অফিস সহকারী চাদঁ সুলতানা।
অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী সাবেনা খাতুন, সফল জননী নারী হালিমা খাতুন, নির্যাতনের বিভিষীকা মুছে ফেলে নতুন জীবন শুরু করেছেন বেগম খাতুন, সমাজ উন্নয়নের অবদান রাখা নারী ফাহিমা খাতুনসহ জেলা ১৫ জন নারীকে রোতেয়া বেগম জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসক ও মহিলা অধিদপ্তর এর আয়োজনে সহযোগতীয় ছিলেন জেলা মহিলা সংস্থা।