বেগমপুরে তুচ্ছ ঘটনায় এক ব্যক্তিকে পিটিয়ে জখম

0
6

নিউজ ডেস্ক:চুয়াডঙ্গা সদরের বেগমপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিয়ত আলী (৪০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকাল ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়াপোতা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় পরিবারের সদস্যরা আহত নিয়ত আলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত নিয়ত আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়াপোতা গ্রামের ঘোনাপাড়ার মৃত ইসমাইল বিশ্বসের ছেলে।
জানা যায়, কয়েক দিন পূর্বে একই এলাকার রফিকুল ইসলামের ছেলে হারুনের সাথে নিয়ত আলীর মাঠে কাজ করা নিয়ে বাকবিতণ্ডা বাধে। এরই জের ধরে গতকাল হারুনের সঙ্গে নিয়ত আলীর আবার বাকবিতণ্ডা বাধে এ সময় হারুন আলী, একই এলাকার মসলেমের ছেলে জসিমসহ আরও কয়েকজন মিলে নিয়ত আলীকে লাঠি, কোদাল দিয়ে আঘাত করে গুরুত্বর জখম করে। এ সময় পরিাবরের সদস্যরা নিয়ত আলীকে রক্তাক্ত জখম অবস্থায় দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।
হাসপতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান জানান, রক্তাক্ত জখম অবস্থায় পরিাবরের সদস্যরা নিয়ত আলীকে হাসপাতলে জরুরি বিভাগে নিয়ে আসে। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থারে গুরুত্বর আঘাত লেগেছে। তাঁকে তাৎক্ষনিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।