নিউজ ডেস্ক:
ডিউক অব নরফোকের বিপক্ষ প্রস্তুতি ম্যাচে ব্যাটিং প্রস্তুতিটা ভালোই সেরে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দল। ভারপ্রাপ্ত অধিনায়ক মুশফিকের অপরাজিত ১৩৪ রানের সঙ্গে সৌম্য সরকারের ৭৪ এবং ইমরুলের ৪৪ রানের ওপর ভর করে ৩৪৫ রানের বিশাল রানের পাহাড় তৈরি করে বাংলাদেশ। কিন্তু বৃষ্টির বাগড়ায় পণ্ড মুশফিকদের প্রস্তুতি ম্যাচ।
যদিও বাংলাদেশের ছুড়ে দেয়া ৩৪৬ রানের পাহাড়সম রান তাড়া করতে নেমে ডিউক অব নরফোকও দারুণ সূচনা পায়। ১৯ ওভারেই তারা তুলে ফেলে ৯৫ রান। কোনো উইকেট না হারিয়েই।
তবে, সমর্থকদের হতাশ করে দিয়ে এরপরই নামে বৃষ্টি। বৃষ্টির তীব্রতা এতটাই বেশি ছিল যে, খেলা আর মাঠেই গড়ানো সম্ভব হয়নি। এ কারণে শেষ পর্যন্ত প্রস্তুতি ম্যাচটা বাতিল ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ রেফারি। আগামি ৫ মে সাসেক্সের মাঠে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।