এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জের ১ আদিবাসী মহিলাকে হত্যা করে ভুট্টা ক্ষেতে ফেলে রেখে পালিয়েছে হত্যাকারী। পুলিশ জিজ্ঞাসাবাদের স্বামী সহ ৩ জনকে আটক করে।
উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট এলাকার ভাবকী মুশহরপাড়া গ্রামের কেশরী মুশহরের স্ত্রী ভাসনি (৫০) এর মৃত দেহ ১ জুলাই শনিবার সকাল ৮ টায় স্থানীয় লোকজন পাশ^বর্তী ভুট্টা ক্ষেতে দেখতে পেয়ে থানায় সংবাদ দেয়।
সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন, এসআই আতিক ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোট তৈরী করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু আক্কাস আহম্মেদ জানায়, শ^াস রূদ্ধ করে হত্যার ঘটনা তদন্তের জন্য স্বামী কেশরী মুশহর, সতিন সখিনা মুশহর ও সাইফুল কাসাই নামক ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
এরিপোর্ট লেখা পযর্ন্ত হত্যা মামলার প্রস্তুতি চলছে।