এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুরের বীরগঞ্জে বিচারের নামে ডেকে এনে ১ আদিবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
উপজেলার নিজপাড়া ইউনিয়নের পূর্ব দাড়ীয়াপুর গ্রামের ঢেনা হেমরমের পুত্র চৈলো হেমরম (৬০) কে ১৪মে রবিবার বিকাল ৩ টায় একটি অনাকাক্ষিত ঘটনার বিচার করার জন্য আদিবাসীরা একত্রিত হয়। এ সময় প্রতিবেশী বাবলু মুরমু পুত্র বিশু মুরমু (২০) ও সরকার হেমরমের পুত্র রজনী হেমরম (২২) অতর্কিত ভাবে হামলা চালিয়ে ও চাকু দিয়ে কুপিয়ে আহত করে। ঘটনা স্থলে উপস্থিত আদিবাসীরা দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে নেওয়ার পথেই চৈলো হেমরমের মৃত্যু হয়।
সরজমিনে গিয়ে জানাযায়, বাবলু মুরর্মুর পুত্র এসএসসি পাশ শিক্ষার্থী মাইক্যাল মুরমু (১৬) কিছু দিন ধরে অসুস্থতায় ভুগছিলো। তাকে পাশ্বেবর্তী প গড় জেলার দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল এলাকায় এক কবিরাজের নিকট চিকিৎসার জন্য নিয়ে গেলে উক্ত কবিরাজ জানায় মাইক্যালের বাড়ী পার্শে¦ চৈলো হেমরম কবিরাজ নামক এক ব্যাক্তি তাকে বান মেরে অসুস্থ্য করে দেয়। অসুস্থ মাইক্যাল ১৪ মে রবিবার বিকাল ২ টায় নিজ বাড়ীতে মারা গেলে তার সৎকার্য শেষে স্থানীয় ভাবে চৈলো হেমরমকে নিয়ে বৈঠক বসালে মাইক্যালের ভাই বিশু ও ফুপাতো ভাই রজনী এ ঘটনা ঘটায়।
সংবাদ পেয়ে নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এম.এ খালেক সরকার ঘটনা স্থলে উপস্থিত হয়ে থানায় সংবাদ দিলে বীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু আক্কাস আহম্মেদ, এসআই আনোয়ার হোসেন, এসআই মশিউর রহমান, এসআই আতিক, এএসআই আব্দুল জলিল প্রধান ঘটনাস্থল পরিদর্শন করেন। এরিপোট লেখা পযন্ত মামলার প্রস্তুতি চলছে।