এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জের ১ স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্যহত্মা করেছে।
বীরগঞ্জ পৌর শহরের ৭ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কার্তিক ব্যানার্জির কন্যা, বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি’র পরিক্ষার্থী বর্ণী ব্যানার্জি (১৫) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ অক্টোবর সকালে মারা যায়।
জানাযায়, পারিবারিক কলহের কারনে গত ৫ অক্টোবর সকালে ঘুমের ওষুধ খেয়ে নিজ সোয়ার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্যহত্মার চেষ্টা করে। এসময় বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় স্কুল ছাত্রী মারা যায়।