এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ আওমাীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ খালিদ মাহমুদ চৌধুরী শারদীয় দূর্গা পূজা পরিদর্শন করেন।
বীরগঞ্জ কেন্দ্রীয় পূজা মন্ডপের অস্থায়ী কার্যালয়ে বুধবার বিকালে স্থানীয় নেতা কর্মীদের নিয়ে পরিদর্শন কালে বীরগঞ্জ উপজেলা আওমীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা, কেন্দ্রীয় ছাত্র লীগের সহ-সভাপতি আবু হুসাইন বিপু, উপজেলা আওমীলীগের সহ-সভাপতি মোঃ করিমুল হক, উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজু, বীরগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নুরিয়াস সাঈদ, বীরগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাক মোসাদ্দেক হোসেন, বীরগঞ্জ কেন্দ্রীয় পূজা মন্ডপের সভাপতি রতন কুমার সাহা রিন্টু, সাধারণ সম্পাদক নেপাল কুমার মজুমদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বীরগঞ্জ উপজেলার সভাপতি অরুন চন্দ্র দাস, সাধরণ সম্পাদক দেবেন কুমার সরকার, লক্ষন সরকার সহ আওয়ীলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।