এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে মৌলিক সাক্ষরতা প্রকল্পের জরিপকারী ও সুপারভাইজারদের ওরিয়েন্টেনশন ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে) এর আয়োজনে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেনের সভাপতিত্বে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের বাস্তবায়নে ২৬ সেপ্টেম্বর সকাল ১১টা হতে বিকাল ৪টা পযর্ন্ত উপজেলা পরিষদ মিলনায়োতনে মৌলিক সাক্ষরতা প্রকল্পের জরিপকারী ও সুপারভাইজারদের নিয়ে ওরিয়েন্টেনশন ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। এমবিএসকে’র নির্বাহী প্রধান জনাব মোসাঃ সুলতানা রাজিয়া খাতুন, দীলিপ কুমার সরকার, উপজেলা শিক্ষা অফিসার এরশাদুল হক প্রমুখ বিষেশ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এসময় বক্তাগন বলেন ১১টি ইউনিয়নে ১০৪ জন জরিপকারী কাজ করবেন।