দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে মৃত পিয়ার বক্সের ছেলে ইয়াছিন আলীর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় বীরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করেন উপজেলার শিবরামপুর ইউনিয়নের মুরারীপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আমিনুল ইসলাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমিনুল ইসলাম জানান, একই এলাকার বাসিন্দা প্রতিবেশী চিহ্নিত মাদক কারবারি ইয়াছিন আলী ও তার পরিবারের মহিলাসহ অন্যান্য সদস্যরা অঞ্চলটি মাদকে ভরিয়ে দিয়েছে, যুব সমাজকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে।
এসব সমাজ বিধ্বংসি অপকর্ম নিয়ন্ত্রণের জন্য এলাকাবাসী এবং জনপ্রতিনিধিরা জড়ালো প্রতিবাদ করায় ঐ পরিবারের লোকজন ইয়াছিন আলীর নেতৃত্বে ক্ষিপ্ত হয়ে তুচ্ছ ঘটনা তিলকে তাল বানিয়ে থানা এবং আদালতে মামলা করিয়ে গ্রামের সাধারণ মানুষদের গণ হয়রানি করে।একের পর এক মিথ্যা মামলা দিয়ে এলাকার শাস্তি ভঙ্গ করাই তাদের কাজ।প্রতিহিংসা বশত ইয়াছিন আলী এলাকার নিরিহ জনগণের বিরুদ্ধে দেশের অন্যান্য উপজেলায় মামলা করিয়েও হয়রানি অব্যাহত রেখেছে। কথায় কথায় মামলা হামলা তাদের নিত্য দিনের কর্মসূচিতে পরিনত হয়েছে। যার প্রমান জেলা ও দায়রা জজ আদালতের মামলা নম্বর ১৭৫/২১ এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত বীরগঞ্জ সিআর৪১৫/২০২৪।মামলাবাজ ইয়াছিন আলী এবং তার পরিবারের লোকজনদের উপর বেশ কয়েকটি মামলা চলমান আছে। তাদের বিরুদ্ধে যে সব মামলা চলমান তম্মধ্যে ডিএমপি, বাড্ডা থানা, ঢাকা, মামলা নম্বর ৫৩/২০২৩, বীরগঞ্জ থানার মামলা নম্বর-৪/২০১৯, এবং ১৬, ২৭ ও ৩০/২০১৮।