বীরগঞ্জে ইউপি চেয়ারম্যানে বাড়ীতে হামলা, আহত-১, ৬ জনের বিরুদ্ধে মামলা

0
11

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের বাড়ীতে হামলা, ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বীরগঞ্জ থানা সূত্রে জানা যায়, উপজেলার মরিচা ইউনিয়নের বাদলাপাড়া গ্রামের রিয়াজুল ইসলাম ও তার ছেলে শরিফুল ইসলাম বে-আইনী জনতায় সংঙ্গবদ্ধ হয়ে সাবেক মরহুম চেয়ারম্যান লুৎফর রহমানের বাড়ীতে হামলা চালিয়ে ছেলে মাহাবুব হোসেন বাবু (৫০)কে ছুরিকাঘাত ও আহত করে। আহত মাহাবুব হোসেনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাত্ত্ব অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় আহত বাবুর ছোট ভাই মরিচা ইউপি সদস্য বুলবুল আহমেদ লিটন বাদী হয়ে শরিফুল ইসলামকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল তদন্ত করে ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৩৫৪, ৫০৬, ১১৪ এবং ১৮৬০ সালের পেনাল কোড ধারায় ৪(৩)২০২০ নং মামলা দায়ের করেছে।
অভিযুক্তরা জানান, দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার কারণে এমোন ঘটনা হয়েছে। মামলার তদন্তকারী অফিসার এসআই স¦পন পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তরা ভিকটিম মাহবুব হোসেন বাবুকে ছুরিকাঘাত ও আহত করেছে মর্মে প্রাথমিক তদন্তে জানা গেছে।