এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয়ে মাঠে ২৩ অক্টোবর সোমবার বিকেলে ৩নং শতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের আয়োজনে আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি সদস্য আব্দুস সালাম এর সভাপতিত্বে কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকার নেতৃত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, সাবেক পিপি এ্যাড. মোঃ হামিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি শিবলী সাদিক, উপজেলা যুবলীগের সভাপতি নুরিয়াস সাঈদ সরকার, সাধারণ সম্পাদক মোঃ মোসাদ্দেক হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ধনেশ চন্দ্র রায়, যুবলীগের সভাপতি মোঃ হেলাল ফকির, কৃষক লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ওয়াসেক ফয়সাল এলিন প্রমুখ।