এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জের কৃতী সন্তান নিলয় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নে প্রশংসনীয় ভূমিকার জন্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন ২০ মে স্বাক্ষরিত এক চিঠিতে বীরগঞ্জের কৃতী সন্তান ঢাকা ইউনির্ভারসিটির উদ্ভিদ বিজ্ঞানের ছাত্র ফেরদৌস শাহরিয়ার নিলয়-কে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক হিসেবে নির্বাচিত করার তথ্য জানানো হয়েছে।
শনিবার এ বিষয়ে ফেরদৌস শাহরিয়ার নিলয় বলেন, জাতির জনকের আদর্শ বুকে নিয়ে, ছাত্রলীগ আমার প্রাণের সংগঠন ভেবে নিয়মিত কাজ করে চলছি। আমার উপর অর্পিত দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করতে সচেষ্ট থাকব।
পাশাপাশি আমাকে এই পদে মনোনীত করায় আমি কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেক্ষ, নিলয় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের আরাজী চৌপুকুরিয়া গ্রামের পল্লীচিকিসৎক মোঃ রফিকুল ইসলামের পুত্র। সে বীরগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয় ও বীরগঞ্জ ডিগ্রী কলেজের ছাত্র ছিলো।
ফেরদৌস শাহরিয়ার নিলয় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ জাকারিয়া জাকা, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবু হুসাইন বিপু সহ তার বন্ধু বান্ধব অভিনন্দন জানায়।