নিউজ ডেস্ক:
দুবাই পুলিশের গাড়ি ঘণ্টায় ৪০৭ কিলোমিটার ছুটতে পারে! এই গাড়ি গতির কারণে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড করেছে। সাড়ে ১০ কোটি টাকার বুগাতি ভেরনে গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪০৭ কিলোমিটার। দেশটির পুলিশের টহলদারি বাহিনীর জন্য গত বছর এই গাড়ি কেনা হয়েছে। তবে শুধুমাত্র টহলদারির জন্যই নয়, এই লাক্সারি সুপারকার কাজে লাগানো হচ্ছে একটু অন্য ভাবেও। পর্যটক টানতেও খুবই কাজে আসছে বুগাতি ভেরন।
দুবাই পুলিশের লেফ্টেন্যান্ট সইফ সুলতান রশিদ আল শামসি জানিয়েছেন, মূলত বুর্জ খালিফার মতো জনপ্রিয় পর্যটনস্থানগুলোতে এটি রেখে দেওয়া হচ্ছে। আর দুবাইতে বেড়াতে এসে গাড়িপাগল বহু পর্যটকই তা একবার করে দেখে যাচ্ছেন। ঘণ্টায় শূন্য থেকে ৯৭ কিলোমিটার গতি তুলতে এর সময় লাগে মাত্র আড়াই সেকেন্ড।