1. [email protected] : amzad khan : amzad khan
  2. [email protected] : NilKontho : Anis Khan
  3. [email protected] : Nil Kontho : Nil Kontho
  4. [email protected] : Nilkontho : rahul raj
  5. [email protected] : NilKontho-news :
  6. [email protected] : M D samad : M D samad
  7. [email protected] : NilKontho : shamim islam
  8. [email protected] : Nil Kontho : Nil Kontho
  9. [email protected] : user 2024 : user 2024
  10. [email protected] : Hossin vi : Hossin vi
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলোনা আরিফুলের | Nilkontho
৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | সোমবার | ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
হোম জাতীয় রাজনীতি অর্থনীতি জেলার খবর আন্তর্জাতিক আইন ও অপরাধ খেলাধুলা বিনোদন স্বাস্থ্য তথ্য ও প্রযুক্তি লাইফষ্টাইল জানা অজানা শিক্ষা ইসলাম
শিরোনাম :
ইছামতী নদীর বুক জুড়ে মিষ্টি আলু চাষে আশার আলো দেখছেন কৃষকেরা মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ নতুন করে ছড়ানো এইচএমপি ভাইরাসে কতটা ঝুঁকিতে বাংলাদেশ? আজই পদত্যাগ করতে পারেন ট্রুডো রাজশাহী থেকে বন্যার্তদের পুনর্বাসনে পাঠানো হলো ফান্ডের উদ্বৃত্ত টাকা শীতকালীন ছুটির পর খুলছে ইবি তীব্র শীতে জবুথবু ক্যাম্পাস  টেকনাফে বাবা-ছেলে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা নিয়ে আটক  প্রজ্ঞাপন বাতিল, ৫০ বিচারক ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন না আগামী নির্বাচনে আনসার-ভিডিপিকে ভিন্নরূপে দেখা যাবে শ্বশুর-শাশুড়ির সেবা-যত্ন করে মাদারীপুরে সম্মাননা পেলেন ১২ পুত্রবধূ দোয়া চাইলেন তাহসান সেনাবাহিনীর মহড়া দেখতে রাজবাড়ী পৌঁছেছেন প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনে ইচ্ছাকৃত ভুল করবে না কমিশন: সিইসি তারেক রহমানের দেশে ফেরার পরিবেশ সৃষ্টি করতে পারিনি: সালাহউদ্দিন ১১ দিন পর খুলে দেওয়া হলো সচিবালয়ের ৭ নম্বর ভবন গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি ৫৯ আজ স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে বসবেন খালেদা জিয়া পুরো দেশ এখন তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে: ব্রিটিশ এমপিকে প্রধান উপদেষ্টা তারেক রহমানের বিরুদ্ধে করা ৪ মামলার কার্যক্রম বাতিলের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল শুনানির তালিকায় সবাই মিলে লুট বেসিক ব্যাংক

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলোনা আরিফুলের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮

জীবননগরে জবি ছাত্রের রহস্যজনক মৃত্যু : বিশ্ববিদ্যালয়সহ এলাকাজুড়ে শোকের মাতম

এমএ মামুন, জীবনগর মারুফদহ থেকে ফিরে: দিনমজুর বাবার কষ্টে উপার্জিত ও মায়ের কাঁথা সেলাই এবং মুষ্টির চাল বিক্রির টাকায় আরিফুলের স্বপ্ন ছিলো জবির শিক্ষক হবে। সে স্বপ্ন আর পূরণ হলো না। কোন এক রহস্য ঘেরাটোপে আরিফুল তার পরিবারের সব স্বপ্নকে সমাহিত করে ভেসে উঠলো বুড়িগঙ্গার পানিতে। বলছিলাম জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের মারুফদহ গ্রামের দিনমজুর মঈনউদ্দীন ও হতভাগা মা শাহিদার মেধাবী ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ফাস্ট বয় রহস্যজনক মৃত্যু হওয়া আরিফুলের কথা। গতকাল সকালে মারুফদহে অ্যাম্বুলেন্সযোগে আরিফুলের লাশ পৌছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। গোটা এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। লাশ পৌছানোর কিছু পরেই সকাল ৯টায় আরিফুলের মৃতদেহের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন হয়। দাফনকার্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও সহপাঠিরা অংশগ্রহন করে।
এদিকে, পরিবারের শোকের মাতম এখনো কাটেনি। আরিফুলের দিনমজুর বাবা-মা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বড় ভাই বার বার মূর্ছা যাচ্ছেন। এঘটনায় শুধু পরিবারের সদস্যরাই নয় গোটা গ্রামের মানুষই শোকে মূহ্যমান হয়ে পড়েছে। আরিফুল হত্যার পিছনে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে গ্রামের সাধারণ মানুষ।
আরিফুলের মা কাঁদতে কাঁদতে বার বার আওড়াচ্ছিলেন, পরের কাঁথা সেলাই, মুষ্টির চাল তুলে, হাঁস মুরগীর ডিম বিক্রি করে খেয়ে না খেয়ে বহু কষ্টে আমি আমার সোনাদের মানুষ করার চেষ্টা করেছি। আমার ছেলে স্বপ্ন দেখতো সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে। ছেলেদের শিক্ষার জন্য আমার স্বামী শেষ সম্বল মাঠের ১০ কাটা জমিও বিক্রি করে ছেলেদের লেখাপড়ার খরচের যোগান দিয়েছে। কিন্তু আমার ছেলের স্বপ্ন এবং আমাদের স্বামী-স্ত্রীসহ এই গ্রামের অনেকের সব চেষ্টা সব স্বপ্ন মানুষে মাটি করে দিলো।
আরিফুলের দিনমজুর বাবা মহিউদ্দীন চোখ মুছতে মুছতে সাংবাদিকদের বলেন, ছেলেদের লেখাপড়ার জন্য আমি দিন মজুরী থেকে শুরু করে যখন যে কাজ পেয়েছি, তাই করে (ছ্যাচেবেঁচে) লেখাপড়ার খরচ দিয়েছি। ছেলে আমার আগামী কোরবানী ঈদে বাড়ি আসবে বলে ক’দিন আগে ফোন করে বলেছিলো, আব্বা আমি ঈদে বাড়ি আসছি, তোমার জন্য একটা পাঞ্জাবী আনবো। আব্বা তোমার কি কালারের পাঞ্জাবী পছন্দ। আমি বললাম তোমাকে পাঞ্জাবী আনতে হবে না, তুমি ভালভাবে বাড়ি এসো আমার অনেকগুলো পাঞ্জাবী আছে। ছেলে আমার বাড়ি ঠিকিই এলো! কিন্তু পাঞ্জাবী নিয়ে নই, এলো পঁচাগলা লাশ হয়ে। আমার এতো দিনের সব স্বপ্ন চিরদিনের হারিয়ে গেল। আমার সব আশা ভরসা ছিল ছেলে দুটিকে মানুষের মত মানুষ করবো। তাহলে আমি মরেও শান্তি পাব। কিন্তু আমার আরিফুল আমাদের ছেড়ে চলে গেল বলতে বলতে তিনি আবারও কান্নায় ভেঙ্গে পড়লেন।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে আরিফুলের সহপাঠী সুমাইয়া নামের এক মেয়ে আরিফুলকে দীর্ঘদিন থেকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে।
ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে আরিফুল কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক বলে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে আরিফুলের ভাই ও সহপাঠীরা জানান, কোটা সংস্কার আন্দোলনের সাথে আরিফুলের কোনো সম্পৃক্ততা ছিলো না।
এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী বলেন, আরিফুল হত্যার ঘটনায় আমিসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা শোকার্ত। আমরা আরিফুলের মত মেধাবী শিক্ষার্থীর মৃত্যু মেনে নিতে পারছি না। তার মৃত্যুর পিছনে কি কারণ তা খুঁজে বের করতে প্রশাসনের কাছে আমাদের সকলের অনুরোধ ও দাবি জানাচ্ছি।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফা কামালের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আরিফুল মেধাবী ছাত্র সে প্রথম বেঞ্চে বসতো। তার সাথে তার একই ডিপার্টমেন্টের মেয়ে সুমাইয়ার সাথে প্রেমের সম্পর্কের কথা শুনেছি। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। এছাড়া নদীতে ভাসমান অবস্থায় এক মাঝি আরিফুলে যে ব্যাগ উদ্ধারকরে তাতে সুমাইয়ার দেওয়া একটি মোবাইল ফোন পাওয়া যায়। ওই মোবাইল ফোনের কল লিস্টের প্রথম কলটিও ছিল সুমাইয়ার বলে, পুলিশ জেনেছে। তিনি আরো বলেন, পুলিশ চেষ্টা করলে কললিস্ট ধরে তদন্ত করলে বিষয়টি আরো সহজ হবে। আমরা এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।
গতকাল বুধবার বিকালে সরেজমিনে জীবননগর মারুফদহের আরিফুলের বাড়ীতে গেলে আরিফুলের ভাই রাশেদ ও তার পরিবারের অন্যান্য সদস্যরা আরিফুল হত্যা না অন্য কিছু এর কারণ সমন্ধে আরিফুলের সহপাঠির কথা জানান। রাশেদ জানান, গত তিন বছর ধরে আরিফুলের সহপাঠি সুমাইয়া স্বামী চিন প্রবাসী। সুমাইয়া আরিফুলের কাছে থেকে পড়ার নোটশিট নিতো এবং আরিফুলকে বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব দিত। আরিফুল তাতে রাজি হতনা বলে সে বিভিন্ন প্রকার ফন্দি আটতো কিভাবে মেধাবী ছাত্র আরিফুলকে তার প্রেমে বশমানানো যায়। সম্প্রতি সুমাইয়া আরিফুলকে একটি মোবাইল ফোন উপহার দেয়।
আরিফুলের পরিবারের দাবি সুমাইয়াকে আটক ও তাকে জিজ্ঞাসাবাদ করলেই আরিফুল হত্যার কারণ উদঘাটন করা সহজ হবে। এই মোবাইল ফোনের কললিস্ট ধরে তদন্ত এগিয়ে গেলে আরিফুল হত্যার মূল রহস্য উদঘাটন হবে এমন দাবি মারুফদহ গ্রামের মানুষেরও।
উল্লেখ্য, গত ৩০ জুলাই সোমবার ঢাকার কেরানীগঞ্জের থেকে ঢাকায় আসার পথে নিখোঁজ হয় আরিফুল। এরপর ৩০ ঘন্টা পর গত ৩১ জুলাই মঙ্গলবার বুড়িগঙ্গা থেকে আরিফুলের লাশ উদ্ধার করা হয়। গতকাল বুধবার সকালে তার মরদেহ জীবননগর উপজেলার মারুফদহ গ্রামে পৌঁছালে সকাল ৯টায় তার দাফনকাজ সম্পন্ন হয়।

 Save as PDF

এই বিভাগের আরো খবর

নামাযের সময়

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • Invalid Adjusted Time
  • Invalid Adjusted Time
  • Invalid Adjusted Time
  • Invalid Adjusted Time
  • Invalid Adjusted Time
  • Invalid Adjusted Time

বিগত মাসের খবরগুলি

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১