স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ছয় উপজেলা থেকে দুই জামায়াত কর্মীসহ ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (০৯মার্চ) রাত থেকে শুক্রবার (১০ মার্চ) সকাল পর্ষন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে, ঝিনাইদহ সদর থানায় ১৫ জন, হরিনাকুন্ডু থানায় ৬ জন, শৈলকুপায় থানায় ৮ জন, কলিগঞ্জ থানায় ১৫ জন, কোটচাঁদপুর থানায় এক জামায়াত কর্মীসহ ৫ জন, মহেশপুর থানায় এক জামায়াত কর্মীসহ ১৫ জন ও গোয়েন্দা পুলিশ আটক করেছে ২ জনকে।
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের বিশেষ অভিযানে রাতে ছয় উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই জামায়াত কর্মীসহ ৬৬ জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার বিকালে তাদের জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে পাঠানো হয়েছে।