নিউজ ডেস্ক:
পৃথিবীর সব সুখ, স্বাচ্ছন্দ্য, ঐশ্বর্য যেন এই মরু শহরেই লুকিয়ে রয়েছে। তাই তো তাকে বলা হয় ‘সোনার শহর’। এখানে আনাচে কানাচে রয়েছে সোনা কেনার এটিএম মেশিন। চোখ ধাঁধাঁনো শপিং মল। শূন্যে টেনিস কোর্ট। কৃত্রিম দ্বীপ।
বিশ্বের অন্যতম সেরা গল্ফ কোর্স। গগনভেদী স্কাইস্ক্র্যাপার। এবার হয়ত বুঝেই ফেলেছেন কোন শহরের কথা বলছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। বিশ্বের অন্যতম সমৃদ্ধশালী শহর দুবাই। আর এবার পাঁচতারা হোটেল বা স্কাইস্ক্র্যাপার বানিয়ে নয়, বিলাসিতা, আমোদপ্রমোদে ভরা লাইফস্টাইলে চমকে দিয়েছে দুবাই। এখানকার বিত্তশালীদের সন্তানরা কীভাবে জীবন কাটাচ্ছেন তা দেখে রীতিমতো ভিরমি খেয়ে পড়েছে বিশ্ব। সারা দিন আমোদপ্রমোদে বুঁদ হয়ে থাকার ছবি তারা প্রতি দিন পোস্ট করেন ইন্সটাগ্রামে। ‘রিচ কিডস অব দুবাই’ নামে একটি ইন্সটাগ্রাম প্রোফাইলে তাদের প্রতি দিনের লাইফস্টাইলের এখন ছবি সোশ্যাল দুনিয়ায় হট কেক।
এরই মধ্যে তাদের লাইফস্টাইলের ছবি দেখতে এ প্রোফাইলের ফলোয়ার সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। দুবাইয়ের ধনীরা ছাড়াও বিদেশের সেলিব্রিটিরা এখানে যেভাবে ছুটি কাটান তার ছবিও পোস্ট করেছে এ প্রোফাইল। এক নজরে দেখে নেওয়া যাক বিপুল ঐশ্বর্য্য সম্পদে কীভাবে জীবন কাটাচ্ছেন তারা।
কখনও টাকার উপরে শুয়ে থাকেন কখনও পায়ের তলায় টাকা মাড়িয়ে প্রমাণ করতে চান তাদের কাছে অর্থ কতটা তুচ্ছ।
ইতালির অন্যতম লাক্সারি গাড়ি মাসেরাতি-এর ভিতরে রয়েছে মালিকের পোষা চিতা।
অবসর সময়ে পোষা বাঘকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।
স্ট্যান্ডটা খেয়াল করুন। খাঁটি সোনার একে বন্দুক।
না এটা কোনও জুতার দোকান নয়। এক নারীর নিজস্ব জুতার শোকেস।
কোথাও হিরে খচিত ব্যাগ কোথাও বা সোনার জুতা। এক নারীর নিজস্ব ওয়ার্ডরোবে সাজানো সাজসজ্জার প্রসাধনী।
হিরের রানী। হিরের তৈরি আংটি, বালার ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।
নিজস্ব প্রমোদতরীতে ছবি তুলতে ব্যস্ত একঝাঁক ধনী নারী।
দ্বিতীয় স্থানাধিকারি মিস ক্রোয়েশিয়া নেজরা পেসিক দুবাইয়ের সমুদ্রে ছুটি কাটাচ্ছেন।
নিজস্ব হেলিকপ্টারে সার্বিয়ান টেলিভিশন স্টার জিলিনা কারলিউসার।
বার্থডেতে পাওয়া গিফট! নতুন ল্যাম্বারগিনি গাড়ির উপরে রয়েছে রূপার ফুলের তোড়া।
লুই ভিটনের এ নেলপলিশটি বিশ্বের সবচেয়ে দামি।
প্ল্যাটিনামের ঘড়ি আর ব্রেসলেটের প্রদর্শনী নয়, একান্ত ব্যক্তিগত সংগ্রহ।
ওয়াইএসএ ব্রান্ডের সম্পূর্ণ সোনার জুতা।
লেদার ব্যাগ তো সবাই ব্যবহার করি। দুবাইয়ে স্টাইল স্টেটমেন্ট কিন্তু এ ধরনের সোনার ব্যাগ
ঝকঝক করছে সোনা আর হিরে দিয়ে বাঁধানো দাঁত।
আইফোনটিতে শুধু সোনা নয়, ঝকঝক করছে হিরা।
পারফিউমের বোতল, সেটাও সোনার।
নেশায় বুদ তরুণ-তরণী
পোষা সিংহের সঙ্গে।
গোসল করতে করতে শহর দেখা।
সোনা দিয়ে বাঁধানো একাধিক আইফোন ও হিরের আংটির মালিক শুধুমাত্র এক নারী।
ব্রেসলেট থেকে আংটি, ঘড়ি সবই সোনা আর প্ল্যাটিনামের।
নারীর পোশাকের বিশেষত্ব হল, এর বেশির ভাগটাই সোনা দিয়ে তৈরি।