জীবননগরে দলিল লেখকদের কলম-বিরতি কর্মসূচি পালন
নিউজ ডেস্ক:জীবননগরে দলিল লেখক সমিতির সদস্যদের সঙ্গে অসদাচরণ করার প্রতিবাদে ও জীবননগর সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী শফিকুল ইসলামের অপসারণের দাবিতে কলম-বিরতি পালন করেছেন সমিতির সদস্যরা। গতকাল সোমবার এ কলম-বিরতি কর্মসূচি পালিত হয়। এদিকে দলিল লেখক সমিতির কলম-বিরতির ফলে বিভিন্ন সমস্যায় পড়েছেন সাধারণ জনগণ।
জীবননগর দলিল লেখক সমিতির সভাপতি নুরুল ইসলাম বলেন, ‘সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী শফিকুল ইসলাম এ অফিসে যোগদান করার শুরু থেকেই আমাদের সদস্যদের সঙ্গে অসদাচরণ করেন এবং বিভিন্নভাবে হয়রানি করে থাকেন। তাই আমাদের দাবি, সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী শফিকুল ইসলামকে দুদিনের মধ্যে এখান থেকে অপসারণ না করলে আমরা আন্দোলন করব।’
এ ব্যাপারে সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী শফিকুল ইসলাম জানান, দলিল লেখক সমিতির সদস্যরা যে অভিযোগ তুলেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
এদিকে তথ্যনুসন্ধানে জানা গেছে, সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী শফিকুল ইসলাম তাঁর অফিসারের সঙ্গে যোগসাজশে সাধারণ মানুষের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। সচেতন মহল বিষয়টি দ্রুত সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।